ভিয়েতনামে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
ভিয়েতনামে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
এমআই-১৭১ হেলিকপ্টার (ফাইল ফটো)
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছে।
রাশিয়ায় নির্মিত এমআই-১৭১ হেলিকপ্টারটি আজ (সোমবার) খুব সকালে প্যারাসুট প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন ভিয়েতনামের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার লে. জেনারেল ভো ভ্যান তাউন। এ সময় হেলিকপ্টারটিতে ২১ জন আরোহী ছিল বলে জানান।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে নাশকতার আশঙ্কা নাকচ করে দেন তিনি।
অবশ্য প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে। আহতদের সবাই মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্র থেকে জানানো হয়েছে।
২০০৮ সালে হ্যানয়ের উপকণ্ঠে একটি সামরিক পরিহন বিমান বিধ্বস্ত হয়ে ভিয়েতনামের পাঁচ সামরিক পাইলট নিহত হয়েছিল।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন