আমেরিকা ইরাকের ভাঙন চায়: বারাজানি
আমেরিকা ইরাকের ভাঙন চায়: বারাজানি
কুর্দি নেতা মাসুদ বারাজানি (ফাইল ফটো)
আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারাজানি বলেছেন, ইরাকের ভাঙন আর ঠেকানো সম্ভব হবে না এবং মার্কিন সরকারও এই ভাঙ্গনের বিরুদ্ধে অবস্থান নেবে না।
জার্মান দৈনিক বিল্ড এম সনটাগকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।
বারাজানি বলেছেন, এখানে আমাদের রয়েছে কুর্দি, সুন্নি, শিয়া ও খ্রিস্টান পরিচিতি, কিন্তু আমাদের নেই ইরাকি পরিচিতি।
তিনি বলেন, 'কুর্দিস্তান সংসদ গণভোটের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিয়েছে এবং আমি বিশ্বাস করি মার্কিন সরকারসহ আন্তর্জাতিক সমাজ আমাদের উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেবে না।' বারাজানি স্বাধীনতার প্রশ্নে গণভোটের উদ্যোগ নিতে গত বৃহস্পতিবার স্থানীয় সংসদকে নির্দেশ দেন।
বারাজানি বলেন, স্বাধীনতা সব জাতিরই একটি অধিকার। ' স্বাধীন হওয়ার আগে আমরা এ ব্যাপারে জনগণের মতামত নেব।'
তিনি ইরাকের চলমান পরিস্থিতিকে এই দেশটির জন্য একটি হুমকি হিসেবে উল্লেখ করে বলেছেন আইএসআইএল-এর তৎপরতা জোরদার ও বাগদাদ সরকারের ভুল নীতিই এ জন্য দায়ী।
বারাজানি গত এক দশকে ইরাকি কুর্দিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্কে নাটকীয় উন্নতি ঘটার কথা তুলে ধরে বলেছেন, তুরস্ককে ভালো প্রতিবেশী বলা যায়।
সম্প্রতি ইরাকের কারকুক শহরে আইএসআইএল এর হামলার পর এই জঙ্গি গ্রুপকে মোকাবেলার নামে তেল সমৃদ্ধ এ শহরটি দখল করে নেয়া কুর্দিস্তান আধা-স্বায়ত্তশাসিত সরকারের সেনারা। কুর্দি সরকার এখন এই শহরটির ওপরও বাগদাদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছে। অন্যদিকে কুর্দি সরকার বাগদাদের অনুমতি ছাড়াই তুরস্ক ও ইসরাইলের কাছে তেল বিক্রি করায় নুরি আল মালিকির কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছে। বাগদাদ কুর্দিস্তানের স্বাধীনতার উদ্যোগকে ২০০৫ সালের চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে।
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি গত বুধবার বলেছেন, কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে গণভোটের উদ্যোগ অসাংবিধানিক এবং এর ফলে তাদের ব্যাপক ক্ষতি হবে।
সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলও কুর্দিস্তানের স্বাধীনতার প্রতি প্রকাশ্যেই সমর্থন জানিয়েছে এবং বেশ কয়েকজন কুর্দি নেতা এতে উল্লাস প্রকাশ করেছেন। একজন কুর্দি নেতা বলেছেন, ইসরাইল ও কুর্দিদের রয়েছে অভিন্ন শত্রু।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন