সিসি: আইএসআইএল মিশর, জর্দান ও সৌদি দখল করতে চায়

সিসি: আইএসআইএল মিশর, জর্দান ও সৌদি দখল করতে চায়

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান, মোতা, মোতা বিবাহ, সেগা করা,দায়েশ, তাকফিরি, তালেবান, ওহাবী
মিশরের প্রেসিডেন্ট সিসি (ফাইল ফটো)
মিশরের প্রেসিডেন্ট সিসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরাকি কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন ইরাককে বিপর্যয় সৃষ্টিকারী ভাঙ্গনের দিকে ঠেলে দেবে।

তিনি গতকাল (রোববার) সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাতে এ হুঁশিয়ারি দিয়েছেন।

সিসি বলেছেন, কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে গণভোট প্রক্রিয়া শুরু হওয়ার মাধ্যমে ইরাক কয়েকটি ছোটো ছোটো ও প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রে বিভক্ত হয়ে যাবে।

সম্প্রতি ইরাকের মসুল ও নেইনাভায় আইএসআইএল-এর হামলার সময় ইরাকের কেন্দ্রীয় সরকারের দুর্বলতার সুযোগে কুর্দিস্তান তার সীমানা ৪০ শতাংশ বাড়িয়ে নিয়েছে বলে জানা গেছে।

সিসি বলেছেন, 'আইএসআইএল ভবিষ্যতে মিশর দখলেরও পরিকল্পনা করছে। আমি মার্কিন সরকার ও ইউরোপকে সতর্ক করে দিয়েছিলাম যাতে তারা তাদেরকে (আইএসআইএল)-কে কোনো সহায়তা না দেয় এবং এও বলেছিলাম যে তারা সিরিয়া থেকে বেরিয়ে এসে ইরাককে টার্গেট করবে; আর এরপর টার্গেট করবে যথাক্রমে জর্দান ও সৌদি আরবকে।'

উল্লেখ্য, সম্প্রতি আইএসআইএল-এর এক নেতা টুইটারে দেয়া এক বাণীতে জর্দানের পর সৌদি আরবের মক্কায় হামলা চালিয়ে পবিত্র কাবা ঘর ধ্বংস করার হুমকি দিয়েছেন। কাবা ঘরে পাথরের পূজা করা হয় বলেই কথিত খলিফা আবুবকর বাগদাদির নির্দেশে এই হামলা চালানো হবে বলে ওই হুমকিতে উল্লেখ করে আইএসআইএল-এর ওই নেতা। এই হুমকির পর সৌদি সরকার ইরাক সীমান্তে ত্রিশ হাজার সেনা মোতায়েন করেছে।

অনেক বিশেষজ্ঞ বলছেন তুরস্ক ও সৌদি সরকার ছাড়াও ব্রিটেন, আমেরিকা ও ইসরাইল আইএসআইএল-এর উত্থানে পরোক্ষ ও প্রত্যক্ষ মদদ যুগিয়ে আসছে যাতে মুসলমানরা বহু বছর ধরে নিজেদের মধ্যেই গৃহযুদ্ধে ব্যস্ত থাকে এবং ইসরাইলি দখলদারিত্বের দিকে তাকানোরও সুযোগ না পায়।

কোনো কোনো সূত্র জানিয়েছে, মুসলিম দেশগুলোতে সন্ত্রাসী লেলিয়ে দেয়ার জন্যই ব্রিটেন এবং মার্কিন সরকার সম্প্রতি জর্দান ও তুরস্কে প্রায় এক লাখ সন্ত্রাসীকে প্রশিক্ষণ দিয়েছে। দেশে দেশে ইসলামী জিহাদের নামে ধর্মান্ধ সন্ত্রাসীদের ক্ষমতায় বসিয়ে পাশ্চাত্য মুসলিম দেশগুলোকে আরো টুকরো টুকরো করতে চায় এবং এইসব দেশের সম্পদ সস্তায় লুট করতে চায়। আইএসআইএল-এর সন্ত্রাসীরা ইরাক ও সিরিয়ায় কয়েকটি তেল ক্ষেত্র দখল করে দেদারসে তেল বিক্রি শুরু করেছে বলে এর আগে খবর এসেছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন