সন্ত্রাসী গোষ্ঠী আশ-শাবাবের কেনিয়ার উপকূলে হামলা: ২৯ জন নিহত
সন্ত্রাসী গোষ্ঠী আশ-শাবাবের কেনিয়ার উপকূলে হামলা: ২৯ জন নিহত
সন্ত্রাসী হামলায় লণ্ডভণ্ড একটি ঘর
কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির উপকূলে দু’টি আলাদা স্থানে আশ-শাবাবের সন্ত্রাসী হামলায় ২৯ জন নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মিয়ান্দা নুয়াকা জানিয়েছেন, একদল বন্দুকধারী দেশটির লামু কাউন্টি থেকে ১৫ কিলোমিটার দুরে হিন্দি শহরে অবস্থিত একটি বাণিজ্যিক কেন্দ্রে হামলা চালায়। এতে নয়জন নিহত হয়। সরকারি সুত্রে বলা হয়েছে, ১০/১৫ জনের এক দল বন্দুকধারী রাত ১০টায় হিন্দি শহরে হামলা চালায়। এ ছাড়া, ‘তানা রিভার' কাউন্টির কাছে গাম্বা এলাকায় অন্য এক সংঘর্ষে অপর ২০ জন নিহত হয়।
সোমালিয়ার আল শাবাব গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির মুখপাত্র আব্দুল আজিজ আবু মুসাব বলেছেন, হামলাকারীরা নিরাপদে তাদের আস্তানায় ফিরে গেছে। গাম্বার একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে বেশ কিছু বন্দিকে মুক্ত করে নেয়ারও দাবি করেছে গোষ্ঠীটি।
কেনিয়ার এমপেকেটনি শহরে গত মাসে দু’টি আলাদা সন্ত্রাসী হামলায় ৬০ জনেরও বেশি লোক নিহত হয়। আশ-শাবাব গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে বলেছে, সোমালিয়ায় কেনিয়ার সেনাবাহিনী মোতায়েন করার প্রতিবাদে তারা এসব হামলা চালিয়েছে।
কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা অবশ্য ওই হামলায় আশ-শাবাব গোষ্ঠীর জড়িত থাকার কথা অস্বীকার করে একে স্থানীয় রাজনৈতিক দলগুলোর কোন্দলের ফল হিসেবে বর্ণনা করেছেন। বর্তমানে কেনিয়ার ৪,০০০ সেনা সোমালিয়ায় আশ- শাবাব গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করছে। এ গোষ্ঠী কেনিয়ায় অনুপ্রবেশ করে কয়েক দফা সন্ত্রাসী হামলা চালানোর পর ২০১১ সালে কেনিয়া সরকার সোমালিয়ায় সেনা পাঠায়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন