ইরাক সরকার: খলিফা আবু বকরের ভিডিও ভুয়া
ইরাক সরকার: খলিফা আবু বকরের ভিডিও ভুয়া
খলিফা আবু বকর দাবি করা ব্যক্তি
ইরাক সরকার বলেছে, সম্প্রতি কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’র নেতা আবু বকর আল-বাগদাদিকে 'খলিফা' দাবি করে যে ভিডিও প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যে ভিডিওতে মসুলের একটি মসজিদে আবু বকর আল-বাগদাদিকে দেখানো হয়েছে তা যে ভাওতাবাজি এ নিয়ে কোনো বিতর্ক নেই।
তিনি বলেন, “আমরা বিভিন্নভাবে এ ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি এবং শেষ পর্যন্ত একে নাটক ছাড়া আর কিছুই মনে হয় নি।” তিনি জানান, সম্প্রতি ইরাকি বাহিনীর বিমান হামলায় বাগদাদি আহত হয়েছে এবং তাকে আইএসআইএল সন্ত্রাসীরা সিরিয়ায় চিকিৎসার জন্য নিয়ে গেছে।
গত শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত ২১ মিনিটের এক ভিডিও ফুটেজে দেখা গেছে- কালো জুব্বা ও কালো পাগড়ি পরা এবং আধা পাকা দাড়িওয়ালা এক ব্যক্তি মসজিদের মতো একটি জায়গায় দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্য বক্তৃতা করছে। এতে তিনি জনগণকে তার আনুগত্য করার এবং খেলাফত কায়েমের নির্দেশ মান্য করার আহ্বান জানাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন