কাশ্মিরে জনতার আগুনে পুড়ল পুলিশের গাড়ি
কাশ্মিরে জনতার আগুনে পুড়ল পুলিশের গাড়ি
ফাইল ছবি
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এক সন্দেহভাজন গেরিলার নিহত হওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা নিরাপত্তা বাহিনীর দু’টি গাড়িতে আগুন দিয়েছে।
কাশ্মিরের এক পুলিশ কর্মকর্তা বলেছেন,গোপন খবরের পরিপ্রেক্ষিতে কাশ্মিরের পুলুওয়ামা জেলার আরিপাল (ত্রাল) গ্রাম ঘেরাও করে রাষ্ট্রীয় রাইফেল এবং সিআরপিএফ। তারা গ্রামের একটি বাড়ির দিকে এগিয়ে গেলে ভেতর থেকে ভারতীয় যৌথ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য গুলি ছোঁড়া হয়। এতে আধা সামরিক বাহিনী রাষ্ট্রীয় রাইফেলের এক সদস্য আহত হয়।
নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় এক ব্যক্তি নিহত হয়। নিহত ব্যক্তিকে জেইশি মোহাম্মদ বা জেইমের সদস্য বলে দাবি করা হয়েছে। এ হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ গ্রামবাসী পুলিশের দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয় নি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন