আইএসআইএল'র বিরুদ্ধে ইরাকে জোরদার হামলা
আইএসআইএল'র বিরুদ্ধে ইরাকে জোরদার হামলা
আইএসআইএল'র বিরুদ্ধে সেনা অভিযান
ইরাকে তৎপর কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকের সেনা ও স্বেচ্ছাসেবক বাহিনী হামলা জোরদার করেছে।
তাকফিরি সন্ত্রাসীরা আজ (শনিবার) ইরাকের বাইজি শহরের সবচেয়ে বড় তেল শোধনাগার দখলের চেষ্টা করলে সামরিক বাহিনী কয়েকদফা বিমান হামলা চালায়। এতে বিদেশি মদদপুষ্ট অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
ইরাকি গণমাধ্যম জানিয়েছে-উত্তরাঞ্চলীয় কিরকুক নগরীর কাছে হাভিজা শহরে আইএসআইএল’র প্রসিদ্ধ নেতা নাসির সাবেতকে হত্যা করেছে উপজাতি যোদ্ধারা। এছাড়া, দক্ষিণ কিরকুক থেকে সন্ত্রাসীরা তেল চুরি করে নিয়ে যাওয়ার সময় চারটি ট্যাংকারে বোমা হামলা চালিয়েছে ইরাকি যুদ্ধবিমান। এদিকে, সামরিক সূত্রে বলা হয়েছে- রাজধানী বাগদাদের সঙ্গে রামাদি শহরের সংযোগ সৃষ্টিকারী ইন্টারন্যাশনাল হাইওয়ের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ উড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন