জাপান উ. কোরিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে
জাপান উ. কোরিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে
শিনজো আবে
জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে বলেছেন, তার সরকার উত্তর কোরিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আজ (বৃহস্পতিবার) এক সংক্ষিপ্ত বিবৃতে তিনি বলেন, দুই দেশের স্নায়ু যুদ্ধের সময় নিখোঁজ জাপানি নাগরিকদের বিষয়ে পুনঃতদন্ত করতে পিয়ংইয়ং বিশেষ প্যানেল গঠন করার ঘোষণা দেয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিনজো আবে আরও বলেন, “জাপান সরকার সর্বসম্মতিক্রমে একটি ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছেছে। আমরা পর্যায়ক্রমে উত্তর কোরিয়ার উপর থেকে অবরোধ তুলে নেব।” তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
বিভিন্ন সরকারি সূত্র জানিয়েছে, জাপানে উত্তর কোরিয়ার নাগরিকদের প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হবে। জাপানি বন্দরগুলোতে কিছু কোরীয় জাহাজের প্রবেশের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। মন্ত্রিসভার প্রধান সচিব ইউশিহিদে সুগা বলেছেন, ৪ জুলাই জাপান সরকার আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়ার উপর থেকে অবরোধ তুলে নেবে। ওই দিনেই নিখোঁজ জাপানি নাগরিকদের বিষয়ে পুণ:তদন্ত করতে পিয়ংইয়ং বিশেষ প্যানেল গঠন করবে।
২০০২ সালে উত্তর কোরিয়া জাপানের নাগরিকদের অপহরণের কথা স্বীকার করে । দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ পাঁচ জনকে তাদের পরিবারসহ জাপানে ফেরত পাঠানো হয়েছে এবং অপর আট জন মারা গেছে। ওই ঘটনার পর থেকেই জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন