আইএসআইএল গেরিলারা দেদারছে জ্বালানি তেল বিক্রি করছে
আইএসআইএল গেরিলারা দেদারছে জ্বালানি তেল বিক্রি করছে
অস্ত্র হাতে কয়েক জন আইএসআইএল গেরিলা
ইরাকের সালাউদ্দিন প্রদেশে তৎপর তাকফিরি গেরিলারা দেদারছে জ্বালানি তেল বিক্রি করে চলেছে। প্রদেশটির ‘তুজ খুরমাতু’-এর উপ-গভর্নর শালাল আব্দুল আহমেদ বলেছেন, গেরিলারা দেদারছে তেল বিক্রি করে গেলেও স্থানীয় কুর্দি নেতারা এ বিষয়ে কিছুই বলছেন না। তারা বিষয়টি উপেক্ষা করে চলেছেন। নাম মাত্র মূল্যে এসব তেল বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।
স্বায়ত্বশাসিত কুর্দিস্তানের স্থানীয় সরকার বহু দিন ধরেই বিভিন্ন দেশের কাছে জ্বালানি তেল বিক্রি করে চলেছে। এ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের মতবিরোধ বেড়েই চলেছে। ইরাকের কেন্দ্রীয় সরকার বলছে, সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া কোনো স্থানীয় সরকার তেল বিক্রির অধিকার রাখে না। কারণ দেশটির সংবিধানে বলা হয়েছে, যে কোনো ধরনের তেল চুক্তির জন্যই বাগদাদের অনুমোদন নিতে হবে এবং তেল বিক্রি থেকে অর্জিত আয় জাতীয় কোষাগারে জমা হবে।
গত ১০ জুন তথাকথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল মসুল দখল করে নেয়। রাজধানী বাগদাদ দখল করা হবে বলেও তারা ঘোষণা দিয়েছে। এখন কুর্দিদের পাশাপাশি আইএসআইএল গেরিলারাও তেল বিক্রি শুরু করেছে। এর ফলে ইহুদিবাদী ইসরাইলসহ কয়েকটি দেশ লাভবান হচ্ছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন