বোকো হারামের আস্তানায় শীর্ষস্থানীয় তাকফিরি নেতা আটক
বোকো হারামের আস্তানায় শীর্ষস্থানীয় তাকফিরি নেতা আটক
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম (ফাইল ছবি)
নাইজেরিয়ার সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের একটি গোয়েন্দা ইউনিটে অভিযান চালিয়ে এর একজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করেছে।
নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সেনাবাহিনী বোকো হারামের শীর্ষস্থানীয় নেতা বাবুজি ইয়ারিকে গ্রেফতার করেছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর চিবোক থেকে ৩০০ স্কুল শিক্ষার্থী অপহরণের সঙ্গে ওই নেতা ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। বাবুজি ইয়ারি গত মে মাসে একজন স্থানীয় নেতাকে হত্যার সঙ্গেও জড়িত।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ওই নেতা ২০০১ সাল থেকে বোরনো রাজ্যের রাজধানী মাইডুগুরিতে বেশ কয়েকটি বড় ধরনের সন্ত্রাসী হামলা চালিয়েছেন। এ ছাড়া, তিনি বিভিন্ন জায়গায় বোমা হামলা’সহ শুল্ক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছিলেন।
গত ১৪ এপ্রিল বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর চিবোক থেকে প্রায় ৩০০ স্কুল শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। অবশ্য অপহৃত ৫৭ ছাত্রী পরবর্তীতে পালিয়ে আসতে সক্ষম হয়।
বিশ্বের বিভিন্ন দেশের জনগণ ও অপহৃত ছাত্রীদের অভিভাবকরা স্কুল শিক্ষার্থীদের মুক্তির জন্য নাইজেরিয়া সরকারের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছেন। অবশ্য সরকার দাবি করে আসছে, বোকো হারাম অপহৃত স্কুল শিক্ষার্থীদের কোথায় ধরে নিয়ে গেছে তা তারা জানলেও তাদেরকে উদ্ধারে জীবনের ঝুঁকি থাকায় সেনাবাহিনী তা থেকে বিরত রয়েছে। বোকো হারাম জানিয়েছে, জেলখানায় আটক তাদের সব সদস্যকে মুক্তি না দিলে তারা স্কুল শিক্ষার্থীদের ছাড়বে না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন