ইরান-রাশিয়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায়
ইরান-রাশিয়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায়
আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে মিখাইল বোগদানভের বৈঠক (ফাইল ফটো)
আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার ওপর গুরুত্বারোপ করেছে ইরান এবং রাশিয়া। এসব ইস্যুতে দু দেশের মধ্যে ঘনিষ্ঠভাবে পরামর্শ করাও জরুরি বলে মনে করছে তেহরান ও মস্কো।
গতকাল মস্কোয় আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের মধ্যে এক বৈঠকে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার ওপর জোর দেয়া হয়।
তেহরান ও মস্কোর মধ্যে সম্পর্ক স্থিতিশীল রাখতে দু পক্ষ নিয়মিতভাবে বৈঠক করতে পারে বলে জানান আমির আব্দুল্লাহিয়ান। সিরিয়া সংকটে ইরান এবং রাশিয়া সঠিক নীতি ও অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অভিন্ন কৌশল নেয়ার কারণে এ ক্ষেত্রে বড় ধরনের সফলতা এসেছে। তাকফিরি সন্ত্রাসীদেরকে আন্তর্জাতিক নিরাপত্তা বিনষ্টের সুযোগ দেয়া কোনোমতেই ঠিক হবে না বলে উল্লেখ করেন ইরানের মন্ত্রী।
বৈঠকে বোগদানভ বলেন, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার মধ্যদিয়ে মস্কো ও তেহরানের মধ্যে আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করার সুযোগ হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন