মস্কোর নিন্দা; রুশপন্থীদের বিরুদ্ধে আবারও অভিযান শুরু
মস্কোর নিন্দা; রুশপন্থীদের বিরুদ্ধে আবারও অভিযান শুরু
ইউক্রেনের সেনাবাহিনী
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থীদের বিরুদ্ধে সেনা অভিযানের মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির সরকার। গতকাল (সোমবার) রুশপন্থী অস্ত্রধারীদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেছে। যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না বলে দেশটির সরকার ঘোষণা করেছে।
আজ (মঙ্গলবার) সকালে ইউক্রেনের সংসদ স্পিকার ওলেকজান্ডার তুরচিনভ ঘোষণা করেছেন, রুশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সেনা অভিযান নতুন করে শুরু হয়েছে। রুশপন্থী অস্ত্রধারীদের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালোনো হয়েছে। সকালে রুশপন্থীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
ইউক্রেন সরকারের পক্ষ থেকে নতুনকরে সেনা অভিযান শুরুর নিন্দা জানিয়েছে রাশিয়া। উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। গত মে মাসের গণভোটের জের ধরে দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলের রুশপন্থি অস্ত্রধারীরা স্বাধীনতা ঘোষণা করার পর তাদের বিরুদ্ধে সেনা অভিযানে নামে ইউক্রেনের সেনাবাহিনী। সেনা অভিযানে এ পর্যন্ত শত শত যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন