মিশরের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিস্ফোরণ
মিশরের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিস্ফোরণ
ইত্তিহাদিয়া প্রেসিডেন্ট প্রাসাদ
মিশরের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একাধিক বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত ও অপর কয়েকজন পুলিশ আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের একটি দল সন্ত্রাসীদের পেতে রাখা বোমা নিস্ক্রিয় করতে গেলে এসব বিস্ফোরণ ঘটে।
প্রেসিডেন্ট প্রাসাদের কাছে দু’টি বোমা বিস্ফোরিত হয়েছে বলে প্রথমে পুলিশ জানায়। পুলিশ দাবি করেছিল, প্রথম বোমা বিস্ফোরণে তিন পরিচ্ছন্ন কর্মী আহত এবং দ্বিতীয় বিস্ফোরণে পুলিশের একজন কর্নেল নিহত ও অপর তিন পুলিশ আহত হয়। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, একই এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণে একজন লে. কর্নেল নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
একটি সরকার বিরোধী গোষ্ঠী পূর্ব কায়রোয় অবস্থিত ইত্তিহাদিয়া প্রাসাদের কাছে একাধিক বোমা পেতে রাখার ঘোষণা দেয়ার কয়েকদিনের মধ্যে এসব বোমা বিস্ফোরিত হলো। ওই গোষ্ঠীটি দাবি করেছিল, তারা বোমা পেতে রাখলেও বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য তার বিস্ফোরণ ঘটায় নি। তবে দৃশ্যত আজ সেসব বোমা নিস্ক্রিয় করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা নিহত হলো।
এ ছাড়া, মিশরের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে এমন সময় এসব বিস্ফোরণ ঘটল যখন দেশটি সেনা অভ্যুত্থানের প্রথম বার্ষিকী থেকে মাত্র কয়েকদিন দূরে রয়েছে। গত বছর ৩ জুলাই জেনারেল সিসি’র নেতৃত্বাধীন সেনাবাহিনী মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে। গত এক বছরের নানা ঘটনার পর সেই জেনারেল সিসি বর্তমানে মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। আজকের বিস্ফোরণের সময় জেনারেল সিসি প্রেসিডেন্ট প্রাসাদে ছিলেন কিনা তা জানা যায় নি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন