মার্কিন কুনস্যুলেটে হামলা
মার্কিন কুনস্যুলেটে হামলা
আবু আহমাদ খাত্তালাহ
লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরের মার্কিন কুনস্যুলেটে হামলার প্রধান সন্দেহভাজন আসামীকে ওয়াশিংটনের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে।
গত ১৮ জুন বেনগাজি থেকে মার্কিন বাহিনী সন্দেহভাজন আহমাদ আবু খাত্তালাহকে আটক করে। আমেরিকার আদালতে হাজির করার দু সপ্তাহ আগে তাকে আটক করে মার্কিন যুদ্ধজাহাজে রাখা হয়।
আদালতে হাজির করার পর খাত্তালাহ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, হামলার সময় তিনি বেনগাজিতে ছিলেন তবে হামলায় কোনো রকম অংশ নেন নি।
২০১২ সালের সেপ্টেম্বর মাসে বেনগাজির কনস্যুলেটে হামলা হয় এবং লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্সসহ চার ব্যক্তি নিহত হন।
এ হামলায় আবু খাত্তালাহ রসদ ও সন্ত্রাসী সরবরাহ করে সহযোগিতা করেছেন এবং নিজেও হামলায় অংশ নিয়েছেন বলে অভিযোগ তুলেছে আমেরিকা। এছাড়া, কনস্যুলেটে হামলা ও বিস্ফোরণের মাধ্যমে তিনি মার্কিন সম্পদ ধ্বংস করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। আগামী ৮ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন