ইরাকের বাবিল প্রদেশের ব্যবসায়ীরা তুর্কি-সৌদি পণ্য নিষিদ্ধ করলেন
ইরাকের বাবিল প্রদেশের ব্যবসায়ীরা তুর্কি-সৌদি পণ্য নিষিদ্ধ করলেন
তুরস্ক থেকে ইরাকে আমদানী করা কাপড়-চোপড় (ফাইল ফটো)
সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার অভিযোগে তুরস্ক এবং সৌদি আরব থেকে নানা ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছেন ইরাকের বাবিল প্রদেশের ব্যবসায়ীরা। ইরাকের সর্বশেষ সহিংসতায় মদদ দেয়ার পর এ প্রদেশের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তুরস্ক ও সৌদি আরব থেকে পণ্য আমাদি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
বাবিল প্রদেশের গভর্নর সাদেক আস-সুলতানি জনিয়েছেন, সৌদি আরব ও তুরস্ক কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএআইএল’র সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়ায় তারা নিজ দেশের প্রতি অনুগত থেকে প্রতিবেশী দেশ দু টি থেকে পণ্য আমাদনি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তিনি জানান, স্থানীয় সরকার ইরান থেকে পণ্য আমদানী বাড়াচ্ছে।
দিয়ালা প্রদেশের তুর্কমেন অঞ্চল থেকে সেনা অভিযানের মুখে আইএসআইএল সন্ত্রাসীরা ইরাক-ইরান সীমান্তবর্তী হারমিন পার্বত্যাঞ্চলে পালিয়ে যাওয়ার দিনই সৌদি ও তুর্কি পণ্য বর্জনের সিদ্ধান্ত ঘোষণা করল বাবিল প্রদেশ। স্থানীয় উপজাতিদের সহায়তায় ইরাকের সেনাবাহিনী দিয়ালা প্রদেশে আইএসআইএল’র বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। এছাড়া,শনিবার ইরাকের তিকরিত শহরও দখলে নিয়েছে সেনাবাহিনী।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন