ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাজা দখলের আহ্বান জানালেন
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাজা দখলের আহ্বান জানালেন
এভিগদোর লিবারম্যান
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা আবার দখল করে নেয়ার আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এভিগদোর লিবারম্যান।
গাজার উপকূলবর্তী এলাকায় যখন ইসরাইলি সেনারা তাদের অবস্থান জোরদার করছে বলে খবর আসছে তখন লিবারম্যান এ বক্তব্য দিলেন। লিবারম্যানের বরাত দিয়ে ইসরাইলের রেডিও বলেছে, গাজা উপত্যকা দখল করে নেয়ার এখনই সময়।
বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে- ইহুদিবাদী ইসরাইলের সেনারা গাজার বিরুদ্ধে সর্বাত্মক হামলার চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কয়েকটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে গাজা অভিযানে যোগ দেয়ার জন্য সাঁজোয়া ব্রিগেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এর আগে, গতকাল (শনিবার) ইসরাইলের জঙ্গিবিমান থেকে গাজার ওপর কয়েক দফা হামলা চালানো হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন