ইইউ'র সঙ্গে চুক্তি করলে মারাত্মক পরিণতি: ইউক্রেনকে রাশিয়া
ইইউ'র সঙ্গে চুক্তি করলে মারাত্মক পরিণতি: ইউক্রেনকে রাশিয়া
ইইউ-তে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির চিঝভ
ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলেছে, এ ধরনের চুক্তি হলে তার পরিণতি ভোগ করতে হবে কিয়েভকে।
ইইউ এবং ইউক্রেনের মধ্যে চুক্তি সই হওয়ার মাত্র দু দিন আগে রাশিয়া এ হুঁশিয়ারি দিল। ইইউ-তে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির চিঝভ আরো বলেছেন, ইইউ’র সঙ্গে এ ধরনের চুক্তি সই হবে মস্কোর সঙ্গে কিয়েভের বিদ্যমান চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। তিনি বলেন, ইউক্রেন যদি ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি করে তাহলে দেশটির ওপর উচ্চ মাত্রার রপ্তানি শূল্ক আরোপ করা হবে। এর পাশাপাশি এ দ্বন্দ্ব মীমাংসার জন্য কিয়েভ সরকারকে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিএ’র কাঠগড়ায় নেয়া হবে।
একই ধরনের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্থনৈতিক উপদেষ্টা সের্গেই গ্লাজিয়েভ। তিনি বলেছেন, ইইউ’র সঙ্গে ইউক্রেনের বাণিজ্য চুক্তি হবে অর্থনৈতিক আত্মহত্যার সামিল। এতে দেশটির মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন হবে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং জনগণের জীবনযাত্রার মান অনেক নীচে নেমে যাবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন