শিয়া আলেম মুক্তাদা সাদর মার্কিন সামরিক উপস্থিতির বিরোধী
শিয়া আলেম মুক্তাদা সাদর মার্কিন সামরিক উপস্থিতির বিরোধী
মুক্তাদা আল-সাদর
ইরাকের প্রখ্যাত শিয়া আলেম মুক্তাদা আল-সাদর তার দেশে মার্কিন সামরিক উপদেষ্টাদের উপস্থিতির বিরোধিতা করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ইরাকে যেকোনো ধরনের মার্কিন হস্তক্ষেপেরও ঘোর বিরোধী তিনি।
পবিত্র নাজাফ শহর থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মুক্তাদা আল-সাদর আরো বলেছেন, যেকোনো মূল্যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’কে প্রতিহত করতে হবে। তিনি বলেন, “আগে যেমন মার্কিন দখলদারিত্বের যুগে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তেমনি এখন অজ্ঞতা ও উগ্রবাদকে দমন করতে না পারলেও আমাদেরকে ক্ষতির শিকার হতে হবে।”
ইরাকি সেনা কমান্ডারদের সঙ্গে মার্কিন সামরিক উপদেষ্টাদের বৈঠকের বিরোধিতা করে শিয়া আলেম সাদর বলেন, দখলদার শক্তি নয় এমন কোনো দেশ ইরাকি সেনাবাহিনীকে সাহায্য করতে আসলে তিনি তা মেনে নেবেন। রাজধানী বাগদাদের উপকণ্ঠে সাদর সিটিতে মুক্তাদা আল-সাদরের সমর্থকরা প্যারেড করার কয়েকদিনের মধ্যে তিনি এ বক্তৃতা দিলেন।
সৌদি আরব সমর্থিত উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল গত ১০ জুন এক আকস্মিক অভিযান চালিয়ে ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের রাজধানী মসুল দখল করে দেয়। এর পরদিন তাদের হাতে রাজধানী বাগদাদ থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত তিকরিত শহরের পতন হয়। এরইমধ্যে দখল করা শহরগুলোতে ভয়াবহ গণহত্যা চালিয়েছে আইএসআইএল-এর বর্বর সন্ত্রাসীরা। গতকাল (বুধবার) জাতিসংঘ বলেছে, গত দু’সপ্তাহে ইরাকে সহিংসতায় অন্তত ১,০০০ মানুষ নিহত হয়েছে। সন্ত্রাসীরা তাদের হাতে বন্দি নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্বিচারে হত্যা করছে বলে ছবিসহ খবর প্রচারিত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন