আফগানিস্তানে ১০০ তালেবান গেরিলা নিহত
আফগানিস্তানে ১০০ তালেবান গেরিলা নিহত
আফগানিস্তানের কয়েক জন সেনা সদস্য (ফাইল ফটো)
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের সাঙ্গিন জেলায় সেনাবাহিনীর চারটি চেকপয়েন্ট ঘিরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত পাঁচ দিনের সংঘর্ষে অন্তত ১০০ তালেবান গেরিলা নিহত হয়েছে বলে স্থানীয় সরকারি কর্মকর্তারা দাবি করেছেন। তবে সেনাবাহিনীরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তালেবানের হামলায় মারা গেছে অন্তত ২১ আফগান সেনা। এছাড়া ৩৫ জন বেসামরিক ব্যক্তিও প্রাণ হারিয়েছে। স্থানীয় উপজাতীয় নেতারা বলেছেন- প্রাণভয়ে অন্তত দুই হাজার পরিবার এলাকা ছেড়েছে।
পাকিস্তান সীমান্তবর্তী সাঙ্গিন জেলায় তালেবানের পাশাপাশি মাদক চোরাচালানিরা তৎপর রয়েছে। মাঝে মধ্যে এ দুই গোষ্ঠী একযোগে নিরাপত্তা বাহিনীর ওপর চড়াও হয়।
আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর যাচাই করা সম্ভব হলেও হতাহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি। তালেবান দাবি করেছে, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের মাত্র দুই জন নিহত হয়েছে। কিন্তু তারা অন্তত ৪০ জন আফগান সেনাকে হত্যা করেছে।
তবে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি বলেছেন, “ তালেবান বড় ধরনের হামলা চালিয়েছে। তবে সেখানে সেনা শক্তি বাড়ানো হয়েছে এবং তালেবান কোনো এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।”
তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন