গাজা উপত্যকায় ওষুধ ফুরিয়ে যাচ্ছে
গাজা উপত্যকায় ওষুধ ফুরিয়ে যাচ্ছে
গাজায় ওষুধ সংকট
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় সব ধরনের ওষুধপত্র ফুরিয়ে যাচ্ছে। এতে সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টির আশংকা দেখা দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদার জানিয়েছেন, প্রায় ৬০০ রকমের মৌলিক ওষুধ এবং ডাক্তারি সামগ্রী ফুরিয়ে গেছে। এছাড়া, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরো ১৫০ রকমের ওষুধ ফুরিয়ে যাবে বলে তিনি সতর্ক করেন।
আশরাফ কিদার বলেন, ওষুধ ঘাটতির পাশাপাশি জ্বালানি সংকটের কারণে চিকিৎসা ব্যবস্থা আরো জটিল অবস্থায় পড়েছে। জ্বালানি সংকটের কারণে বিদ্যুত উৎপাদন কঠিন হয়ে পড়েছে এবং হাসপাতাল ও চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।
গত ১২ জুন তিন কিশোরের কথিত অপহরণের পর ইসরাইল গাজার কেরেম শ্যালম ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে। এর আগে এ ক্রসিং পয়েন্ট দিয়েই কেবল গাজায় জ্বালানি সরবরাহ করা হতো। আর ২০০৭ সালের ২১ দিনের যুদ্ধের পর ইসরাইল গাজার ওপর অবরোধ আরোপ করে রেখেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন