ডিক চেনি: আমেরিকায় পরবর্তী হামলা হবে পরমাণু বোমা দিয়ে
ডিক চেনি: আমেরিকায় পরবর্তী হামলা হবে পরমাণু বোমা দিয়ে
৯/১১ হামলার পর বিশ্ব বাণিজ্যকেন্দ্র এলাকার দৃশ্য
আমেরিকায় পরবর্তী সন্ত্রাসী হামলা হবে পরমাণু বোমা দিয়ে এবং তা হবে ৯/১১ হামলার চেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এ আশংকা প্রকাশ করেছেন।
আমেরিকা থেকে সম্প্রচারিত রেডিও নেটওয়ার্ক সালেমকে গতকাল (মঙ্গলবার) দেয়া এক সাক্ষাৎকারে ডিক চেনি এ কথা বলেছেন।
২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জর্জ ডাব্লিউ বুশের আমলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ডেক চেনি বলেন, তিনি বিশ্বাস করেন চলতি দশক শেষ হওয়ার আগেই আমেরিকায় বড় ধরনের সন্ত্রাসী হামলা হবে। তার মতে- সে হামলা হবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার চেয়ে অনেক বেশি ভয়াবহ।
২০০১ সালের সেপ্টেম্বরের হামলাকে অনেক পর্যবেক্ষক মনে করে একটা মিথ্যার ওপর প্রতিষ্ঠিত ঘটনা। শুধু তাই নয় অনেকেই এও মনে করেন যে, ওই ঘটনার সঙ্গে সেই সময়কার মার্কিন প্রশাসনের কেউ কেউ জড়িত ছিলেন। একই ধরনের কথা বলেছেন বহু মার্কিন বিশ্লেষকও। এর মধ্যে গত এপ্রিলে ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন শিক্ষাবিদ ড. কেভিন ব্যারেট বলেছিলেন, ১১ সেপ্টেম্বরের হামলা সংঘটিত করতে আমেরিকা, ইসরাইল ও সৌদি আরবের গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি পরিষ্কার করেই বলেছেন, ৯/১১ কোনো দুর্ঘটনা ছিল না বরং ছিল সামরিক হামলা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন