আমেরিকা রাশিয়ার অর্থনীতি ধ্বংসের টার্গেট নিয়েছে
আমেরিকা রাশিয়ার অর্থনীতি ধ্বংসের টার্গেট নিয়েছে
প্রেসিডেন্ট বারাক ওবামা (বামে) ও ভ্লাদিমির পুতিন
ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার অর্থনীতির ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে আমেরিকা। মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, এ দফায় রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চলছে।
তিনি জানান, আমেরিকা ও ইউরোপের মিত্র দেশগুলো এরইমধ্যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি প্যাকেজ চূড়ান্ত করেছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তা ঘোষণা করা হতে পারে। এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলে রাশিয়ার মূল অর্থনৈতিক খাতে আঘাত হানবে বলে জানান মার্কিন এ কর্মকর্তা।
এর আগে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
একজন পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, রাশিয়ার জ্বালানি খাত ও আন্তর্জাতিক অর্থ বাজারে মস্কোর প্রবেশাধিকারের বিষয়টি নতুন নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত থাকবে। চলতি সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আমেরিকা ও ইউরোপীয় কাউন্সিলের যৌথ সভায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
এদিকে, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে তার আসন্ন ক্ষতির দিক নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন মার্কিন কর্মকর্তারা। এ নিয়ে গত ১০ দিন দফায় দফায় তারা সিনিয়র প্রসাশনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন