মালিকি ইরাকে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা নাকচ করলেন
মালিকি ইরাকে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা নাকচ করলেন
প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-এর বিরুদ্ধে জাতীয় জরুরি সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি। টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে মালিকি বলেছেন, “জাতীয় জরুরি সরকার গঠনের আহ্বান ইরাকের সংবিধান ও রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে অভ্যুত্থানের শামিল। এ ধরনের সরকার গঠনের বিপদজনক পরিণতি কারো অজানা নয়।”
ইরাকি নেতা বলেন, “যারা সংবিধান ও নব্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাত এবং ভোটারদের ভোট চুরি করতে চায় এটি তাদের একটি প্রচেষ্টা।”
সম্প্রতি উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইরাকের উত্তরাঞ্চলীয় কয়েকটি শহর দখল করে নেয়ার পর কোনো কোনো মহল থেকে কথিত জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের জন্য বাগদাদের ওপর চাপ সৃষ্টি করা হয়। এমন সময় এ দাবি তোলা হয় যখন সম্প্রতি ইরাকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সে নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠনের কাঠামো নির্ধারণ করে দিয়েছেন।
গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে নুরি আল-মালিকির রাজনৈতিক দল বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। ওই নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ে প্রায় তিন গুণ বেশি আসন পায় ক্ষমতাসীন দল। এ ছাড়া, এ নির্বাচনে প্রধানমন্ত্রী মালিকি নিজে সাত লাখ ২০ হাজার ভোট পান; এককভাবে অন্য কোনো প্রার্থী তার ধারেকাছেও যেতে পারেন নি।
কিন্তু ইরাকের পার্লামেন্ট কাউন্সিল অব রিপ্রেজেনটেটিভে সরকার গঠনের মতো এক সংখ্যাগরিষ্ঠতা পায় নি মালিকির রাজনৈতিক দল।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন