পাকিস্তানে ১৫ গেরিলা নিহত
পাকিস্তানে ১৫ গেরিলা নিহত
পাকিস্তানি জঙ্গি বিমান (ফাইল ফটো)
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার এজেন্সিতে সেনা অভিযানে আজ (মঙ্গলবার) আরও অন্তত ১৫ জন নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তান এজেন্সির ‘মির আলী তেহসিল’ এলকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচ গেরিলা প্রাণ হারিয়েছে। খাইবার এজেন্সির ‘তিরাহ’ ও ‘কুকিখেল’ এলাকায় সন্দেহভাজন গেরিলাদের আস্তানায় বিমান হামলায় নিহত হয়েছে আারও অন্তত ১০ জন।
পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে- খাইবার এজেন্সির কুকিখেল এলাকায় বিমান হামলা চালিয়ে গেরিলাদের চারটি আস্তানা ধ্বংস করা হয়েছে। তবে উপজাতীয় ও স্থানীয় সূত্রগুলো বলছে ভিন্ন কথা। তারা জানিয়েছে, কুকিখেল এলাকার একটি বাড়িতে মর্টার অথবা বোমার আঘাতে অন্তত সাত জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে একটি শিশু ও একজন নারীও রয়েছেন। স্থানীয় অধিবাসীরা বলছেন, হামলার শিকার বাড়িটির মালিক খান ওয়ালি কুকিখেল এবং তিনি গেরিলা গোষ্ঠীর সদস্য নন।
গত কিছু দিন ধরে উপজাতী অধ্যুষিত এলাকায় সামরিক অভিযান চালাচ্ছে পাক সেনাবাহিনী। এরইমধ্যে প্রাণ বাঁচাতে ওই এলাকার ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন চার লাখ ৩০ হাজার মানুষ।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন