জোধপুরের একটি হাসপাতালে ৩০০ রোগীকে পশুর ইঞ্জেকশন!
জোধপুরের একটি হাসপাতালে ৩০০ রোগীকে পশুর ইঞ্জেকশন!
রাজস্থানের জোধপুরের একটি সরকারি হাসপাতালে তিনশ' রোগীর দেহে পশুদের জন্য তৈরি ইঞ্জেকশন দেয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জোধপুরের মথুরা দাস মাথুর হাসপাতাল (এমডিএইচ)-এ ভর্তি চিকিৎসাধীন রোগীদের 'মেরোপেনেম অ্যান্টিবায়োটিক' দেয়া হয়েছে, যা শুধু পশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওষুধের শিশিতে 'মানুষের ব্যবহারের জন্য নয়' এই সতর্কবার্তা লেখা থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হয়।
এমডিএইচ-এর প্রশাসনিক প্রমুখ দীপক ভার্মা জানিয়েছেন, হাসপাতালের পক্ষ থেকে ১০০০ মেরোপেনেমের ইঞ্জেকশান কেনা হয়। এদের মধ্যে প্রায় ৩০০ ইঞ্জেকশান ব্যবহার করা হয়েছে। বাকি ইঞ্জেকশান এখনও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রয়েছে।
তার দাবি, যে রোগীদের শরীরে ওই ইঞ্জেকশান ব্যবহার করা হয়েছিল, তাদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তার ধারণা, কম মাত্রায় ব্যবহার করার ফলে রোগীদের কোনো সমস্যা হয়নি।
চাঞ্চল্যকর এ ঘটনা প্রকাশ হওয়ার পর রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজেন্দ্র রাঠৌর, ওষুধ বিক্রেতা এবং এক স্টোরকিপারকে বরখাস্ত করেছেন। ঘটনার তদন্তে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
সূত্রঃরেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন