ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে তলব করল

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে তলব করল

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান,
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে। অধিকৃত পূর্ব বায়তুল মোকাদ্দাসের ব্যাপারে অস্ট্রেলিয়া সরকার সম্প্রতি যে নীতি গ্রহণ করেছে তার প্রতিবাদে এ পদক্ষেপ নেয় তেহরান।

চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল জর্জ ব্র্যান্ডিস ঘোষণা করেন, দেশটির সরকার এখন থেকে পূর্ব বাইতুল মোকাদ্দাসের আগে “অধিকৃত” শব্দটি ব্যবহার করবে না। ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে পূর্ব বাইতুল মোকাদ্দাস দখল করে এবং পরবর্তীতে এটিকে নিজের মূল ভূখণ্ডে সংযুক্ত করে। আন্তর্জাতিক সমাজ ইসরাইলের এই অবৈধ দখলকে এখনো স্বীকৃতি দেয় নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক মহাসচিব রেজা আমেরি সোমবার অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত পল ফোলি’কে তলব করেন। তিনি অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেলের সাম্প্রতিক ঘোষণার বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের তীব্র আপত্তির কথা রাষ্ট্রদুতকে জানান। আমেরি বলেন, ক্যানবেরার উচিত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরো বলেন, আন্তর্জাতিক কনভেনশন ও দলিলপত্র অনুযায়ী, পূর্ব বাইতুল মোকাদ্দাস এখনো ইহুদিবাদী ইসরাইলের অধিকৃত এলাকা হিসেবেই স্বীকৃতি পেয়ে আসছে।

ইরানি কর্মকর্তার সঙ্গে সাক্ষাতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত তার দেশের অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। তিনি বলেন, পূর্ব বাইতুল মোকাদ্দাসের আগে ‘অধিকৃত’ শব্দটি ব্যবহার জরুরি নয় এবং এ বিষয়টি ফিলিস্তিন-ইসরাইল আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত আরো বলেন, তিনি তেহরানের বক্তব্য তার দেশের সরকারের কাছে পৌঁছে দেবেন।

এর আগে গত ৮ ই জুন ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়ার দূতাবাসের প্রতিনিধিকে তলব করে অধিকৃত পূর্ব বায়তুল মোকাদ্দাসের ব্যাপারে অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এরপর ১৯ জুন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ আরব এবং অন্যান্য মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করে অধিকৃত পূর্ব বায়তুল মোকাদ্দাসের ব্যাপারে এসব দেশের উদ্বেগ কমানোর চেষ্টা করেন। তিনি বলেন, ‘অধিকৃত’ শব্দটি প্রত্যাহার করা ছাড়া ইসরাইলের ব্যাপারে ক্যানবেরার অন্য কোনো নীতিতে পরিবর্তন আসেনি।

সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন