চীনকে ড. রুহানি: পরমাণু আলোচনায় ভূমিকা জোরদার করুন
চীনকে ড. রুহানি: পরমাণু আলোচনায় ভূমিকা জোরদার করুন
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু আলোচনায় আরো সক্রিয় ভূমিকা পালন করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
তেহরানে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত প্যাং সেনের সঙ্গে গতকাল (সোমবার) এক সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট এ কথা বলেন। এ সময় তিনি শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে ইরান ও চীনের মধ্যকার মূল্যবান সহযোগিতার ইতিহাস উল্লেখ করেন।
প্রেসিডেন্ট রুহানি বলেন, চলমান সংকট নিরসন এবং দু পক্ষ যাতে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারে সেজন্য আলোচনার কাঠামোর মধ্যে থেকে চীনকে আরো জোরালো ভূমিকা পালন করা উচিৎ।
বৈঠকে চীনা রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের কাঠামোর আওতায় ইরানের শান্তিপূর্ণ পরমাণু অধিকারের প্রতি বেইজিং সবসময় সমর্থন দিয়ে এসেছে। তিনি জোর দিয়ে বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনার সময় তার দেশ ইরানের অবস্থানে ও স্বার্থের প্রতি সমর্থন দেবে।
ইরান ও ছয় জাতিগাষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তবে, আমেরিকা এবং পশ্চিমা কয়েকটি দেশের বাড়তি নানা দাবির কারণে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যাচ্ছে না। এ অবস্থার ভেতরেই দু পক্ষের মধ্যে গত নভেম্বর মাসে একটি অন্তর্বর্তী চুক্তি সই হয়েছে এবং এখন পূর্ণাঙ্গ চুক্তির জন্য আলোচনা চলছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন