সামরিক হস্তক্ষেপের আইন তুলে নেয়ার জন্য পুতিনের আহবান
সামরিক হস্তক্ষেপের আইন তুলে নেয়ার জন্য পুতিনের আহবান
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক হস্তক্ষেপ সংক্রান্ত আইন প্রত্যাহার করে নেয়ার জন্য তার দেশের পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। পুতিনের প্রেস-সচিব আজ (মঙ্গলবার) জানিয়েছেন, সংঘর্ষপীড়িত ইউক্রেনের পূর্বাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট এ আহ্বান জানিয়েছেন।
রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ গত ১ মার্চ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে সামরিক শক্তি প্রয়োগ করার ক্ষমতা দিয়ে একটি আইন পাস করেছিল।
এরপর ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া উপত্যকায় অনুষ্ঠিত গণভোটের জের ধরে ওই প্রজাতন্ত্রকে একীভূত করে নেয় রাশিয়া। অবশ্য পরিচয়হীন সেনাবাহিনীর সহায়তায় এ প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরবর্তীতে পুতিন স্বীকার করেন, ওইসব সৈন্য ছিল রাশিয়ার। তবে এখন রাশিয়া ইউক্রেনের এ অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে যে, দেশটির পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্কে রুশ সেনা সক্রিয় রয়েছে।
আজ (মঙ্গলবার) রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের কাছে পাঠানো এক চিঠিতে সামরিক হস্তক্ষেপের আইন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে আগামীকাল (বুধবার) ফেডারেশন কাউন্সিলে ভোটাভুটি হতে পারে বলে সংবাদদাতারা জানিয়েছেন।
এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে তৎপর রুশপন্থি অস্ত্রধারীরা সোমবার ঘোষণা করে, পাশ্চাত্যপন্থি পোরোশেঙ্কো সরকারের ঘোষিত একতরফা যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে তারাও আগামী শুক্রবার পর্যন্ত অস্ত্রবিরতি পালন করবেন। পূর্ব ইউক্রেনে গত কয়েক মাসের সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন