লন্ডন পুলিশ সিরিয়া ফেরত নাগরিকদের ব্যাপারে হুঁশিয়ার করে দিল
লন্ডন পুলিশ সিরিয়া ফেরত নাগরিকদের ব্যাপারে হুঁশিয়ার করে দিল
লন্ডনের একজন পদস্থ পুলিশ কর্মকর্তা আবারো সিরিয়া যুদ্ধ থেকে ফিরে আসা উগ্র গোষ্ঠীগুলোর বিপদ সম্পর্কে হুঁশিয়ার করে দিয়েছেন।
লন্ডন থেকে প্রকাশিত ডেইলি মিররের উদ্ধৃতি দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, লন্ডন পুলিশের স্পেশাল অপারেশনস্ গ্রুপের প্রধান কারসিদা ডিক বলেছেন, ইউরোপ মহাদেশ দীর্ঘ বহু বছরের জন্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। লন্ডনের এ পুলিশ কর্মকর্তা সিরিয়া যুদ্ধ থেকে দেশে ফেরত সন্ত্রাসীদের বিপদের ব্যাপারে এমন সময় হুঁশিয়ার করে দিলেন যখন এর আগেও দেশটির বহু গোয়েন্দা কর্মকর্তা বলেছিলেন, ব্রিটেনের প্রায় ৩০০ নাগরিক সিরিয়ায় যুদ্ধ করছে।
২০১১ সাল থেকে সিরিয়ায় গোলযোগ সৃষ্টির অন্যতম প্রধান হোতা ব্রিটেন। কিন্তু দেশটির সন্ত্রাস বিরোধী কর্মকর্তারা ব্রিটিশ নাগরিকদের সিরিয়া যুদ্ধে যাওয়ার পরিণতির ব্যাপারে বহুবার সতর্ক করে দিয়েছিলেন।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের প্রধান রিচার্ড বার্ট মধ্যপ্রাচ্য থেকে ৩০০ ব্রিটিশ নাগরিকের দেশে ফিরে আসার ব্যাপারে বলেছেন, এটা দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর জন্য বিরাট দুঃস্বপ্নের মত। তিনি আরো বলেছেন, যারা ব্রিটেনে ফেরত এসেছে তারা কি দেশেই রয়ে গেছে নাকি ইরাকে গেছে তা স্পষ্ট নয়। কারণ ইরাক বর্তমানে আল-কায়েদা সমর্থিত তথাকথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভান্ট বা আইএসআইএল’র সন্ত্রাসীদের তৎপরতার কেন্দ্রে পরিণত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন