ইরাকি সেনারা ‘আল-উসাইম’ জেলা সন্ত্রাসীমুক্ত করল
ইরাকি সেনারা ‘আল-উসাইম’ জেলা সন্ত্রাসীমুক্ত করল
অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইরাকি সেনারা
ইরাকের দিয়ালা প্রদেশের বাকুবা শহরের পাশ্ববর্তী আল-উসাইম জেলা থেকে আইএসআইএল সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে। জেলাটি এখন পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। গত কয়েক দিন ধরে তথাকথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছিল। সংঘর্ষে বহু গেরিলা নিহত হয়েছে।
এছাড়া সৌদি নাম্বার প্লেট লাগানো কয়েকটি গাড়ি উদ্ধার করা হয়েছে। কৌশলগত তাল-আফার শহরটি এখনও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আছে বলেও সেনাবাহিনী জানিয়েছে। বিভিন্ন গণমাধ্যম এর আগে তাল-আফার শহরটি গেরিলাদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবর দিয়েছিল। তিকরিত ও ফালুজাতেও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯০ জনের বেশি তাকফিরি গেরিলা প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, ইরাকে চরমপন্থী আইএসআইএল গেরিলাদের হামলার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ অব্যাহত রয়েছে। পাকিস্তানের করাচিতে সুন্নি আলেমরা উগ্র তাকফিরিদের নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন। বিক্ষোভ মিছিল অংশ নেয়া আলেমরা বলেছেন, সিরিয়ার পর ইরাকে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তার জন্য আমেরিকা ও তার মিত্র দেশগুলো দায়ি। তারা আমেরিকার মিত্র দেশ বলতে সৌদি আরবকেও বুঝিয়েছেন। লন্ডনেও একই ধরনের বিক্ষোভ হয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বার বারই বলেছেন, সৌদি আরব ও কাতারসহ পারস্য উপসাগরীয় কয়েকটি দেশ ইরাকে তৎপর গেরিলাদের সমর্থন দিচ্ছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন