তাকফিরি সন্ত্রাসীরা আরো ৬৯ বন্দিকে হত্য
তাকফিরি সন্ত্রাসীরা আরো ৬৯ বন্দিকে হত্য
হত্যা ও পাশবিকতা ছাড়া আর কিছু বোঝে না এসব সন্ত্রাসী
ইরাকে তৎপর বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা নতুন করে ৬৯ জন বন্দিকে হত্যা করেছে। আজ (সোমবার) রাজধানী বাগদাদের দক্ষিণে এ হত্যাকাণ্ড চালায় আইএসআইএল-এর সন্ত্রাসীরা।
ইরাকি পুলিশের একজন ক্যাপ্টেন ও একজন চিকিৎসকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাবিল প্রদেশের হাশিমিয়া এলাকায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। হামলার সময় একটি গাড়ির বহরে একদল কয়েদিকে এক কারাগার থেকে আরেক কারাগারে স্থানান্তর করা হচ্ছিল। হামলার ফলে সৃষ্ট সংঘর্ষে ৬৯ জন কয়েদির পাশাপাশি একজন পুলিশ ও আট বন্দুকধারী নিহত হয়েছে।
গত ৯ জুন উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল ইরাকের উত্তরাঞ্চলীয় কিছু এলাকা দখল করে নেয়ার পর তাদের হামলায় এ নিয়ে দ্বিতীয়বার বিপুল সংখ্যক বন্দি নিহত হলো। গত সপ্তাহে বাকুবার একটি জেলখানায় জঙ্গিদের হামলায় অন্তত ৪৪ জন বন্দি নিহত হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন