ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: সর্বোচ্চ নেতা

ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: সর্বোচ্চ নেতা

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান,
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ইরাকে চলমান সন্ত্রাসী তৎপরতার পেছনে রয়েছে মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্য শক্তি। ইরানের বিচার বিভাগের পদস্থ কর্মকর্তারা সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি আজ (রোববার) এসব কথা বলেন। এ সময় বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক অমুলি লারিজানিও উপস্থিত ছিলেন।

সর্বোচ্চ নেতা বলেন, “আমরা ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা বা অন্য কোনো দেশের হস্তক্ষেপের ঘোর বিরোধী এবং আমরা বিদেশি হস্তক্ষেপ সমর্থন করি না। কারণ আমরা মনে করি ইরাকি সরকার, জনগণ ও ধর্মীয় কর্তৃপক্ষই চলমান অরাজকতা ও সহিংসতা বন্ধ করতে সক্ষম হবে ইনশাল্লাহ।”

তিনি বলেন, মার্কিন সহযোগিতা ও হস্তক্ষেপ ছাড়াই ইরাকের জনগণ যা কিছু অর্জন করছে, তা থেকে তাদের বঞ্চিত করাই চলমান অরাজকতা সৃষ্টির প্রধান উদ্দেশ্য। ইরাকিদের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ নেতা বলেন, ইরাকের সাম্প্রতিক সংসদ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি আমেরিকাকে হতাশ করেছে। কারণ আমেরিকা ইরাককে সব সময় তাদের অধীনস্থ পুতুল রাষ্ট্র হিসেবে রেখে দিতে চায়।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, ইরাকে যে সংঘাত চলছে তা শিয়া ও সুন্নি মুসলমানদের সংঘাত নয় বরং বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি ইরাককে অস্থিতিশীল করার পাশাপাশি দেশটির ভৌগলিক অখণ্ডতা হুমকিগ্রস্ত করতে তাকফিরি গেরিলা ও সাবেক স্বৈরশাসক সাদ্দামের সমর্থকদেরকে ব্যবহার করছে। তিনি আরও বলেন, ইরাকে মুলতঃ এখন দু’টি পক্ষের মধ্যে সংঘাত চলছে। এর এক পক্ষে তারা রয়েছে, যারা চায় ইরাক স্বাধীন থাকুক। কিন্তু অপর পক্ষ চায় ইরাক আমেরিকার সঙ্গে থাকুক।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন