আফগানিস্তানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে
আফগানিস্তানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে
আফগানিস্তানে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং দেশটির কোথাও থেকে বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায় নি।
আফগানিস্তানের নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলেছেন, ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোটারদের জন্য নির্ধারিত লাইনে পৌঁছেছেন তাদেরকে সময় পার হয়ে যাওয়ার পরও ভোট দিতে দেয়া হবে।
প্রথম পর্যায়ের প্রেসিডেন্ট নির্বাচনে আট প্রার্থী ছিলেন এবং তাদের কেউই শতকরা ৫০ ভাগের বেশি ভোট পান নি। এ কারণে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ ও আশরাফ গনির মধ্যে একজনকে বেছে নেয়ার জন্য আজকের ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। আজকের নির্বাচনে বিজয়ী প্রার্থী চূড়ান্তভাবে আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন