ইউক্রেনের সেনাবাহিনী মারিউপোল বন্দরে হামলা শুরু করেছে
ইউক্রেনের সেনাবাহিনী মারিউপোল বন্দরে হামলা শুরু করেছে
মারিউপোল শহরে ইউক্রেনের সেনা
ইউক্রেনের পূর্বাঞ্চলের মারিউপোল বন্দরে রুশপন্থি অস্ত্রধারীদের বিরুদ্ধে হামলা শুরু করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার এ হামলার জের ধরে ওই এলাকায় প্রচণ্ড লড়াই শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ পর্যন্ত পাঁচ রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী নিহত এবং কিয়েভের চার সেনা আহত হয়েছে খবর পাওয়া গেছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেনি অ্যাভাকভ দাবি করেছেন, সেনাবাহিনী বন্দরনগরীর রুশপন্থি শক্তিশালী ঘাঁটিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। কোনো কোনো সংবাদ মাধ্যম এ দাবির সত্যতা স্বীকার করেছে। অবশ্য এর আগে ইউক্রেনের সেনারা শহরটিতে কয়েকবার পরাজয়ের মুখে পড়েছে।
রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা এর আগেও মারিউপোলে প্রচণ্ড লড়াই করেছে। কাজেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এ শহরের ওপর আবার তাদের শক্তিশালী হামলার সম্ভাবনা নাকচ করে দেয়া যায় না। গত মাসের গণভোটের জের ধরে দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলের রুশপন্থি অস্ত্রধারীরা স্বাধীনতা ঘোষণার পর সংঘর্ষে শত শত যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন