বাশার আল-আসাদকে শুভেচ্ছা জানালেন রুহানি
বাশার আল-আসাদকে শুভেচ্ছা জানালেন রুহানি
হাসান রুহানি - বাশার আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বাশার আল-আসাদকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। রোববার আসাদকে পাঠানো এক বার্তায় রুহানি বলেন, সিরিয়ায় সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান প্রমাণ করেছে, সেদেশের জনগণ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের ভাগ্য নিজেরাই গঠন করতে চায়।
ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, এ নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে, সিরিয়ার জনগণ তাদের দেশে স্থিতিশীলতা, নিরাপত্তা ও জাতীয় সংহতি প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। এ নির্বাচন গণতান্ত্রিক উত্তরণে সিরিয়াকে আরেকধাপ এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
হাসান রুহানি বলেন, বিদেশিরা সিরিয়ায় যে সহিংসতা চাপিয়ে দিয়েছে তা থেকে দেশটি অচিরেই মুক্ত হবে এবং সেদেশে শান্তি ও সংহতি প্রতিষ্ঠিত হবে।
গত মঙ্গলবার (৩ জুন) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোর এক কোটি দুই লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শতকরা ৮৮ ভাগ ভোট পেয়ে আগামী সাত বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। সিরিয়ার নির্বাচন কমিশন বলেছে, দেশটির এক কোটি ৫৮ লাখ ভোটারের শতকরা ৭৩ ভাগ মঙ্গলবারের নির্বাচনে ভোট দিয়েছে। নির্বাচন কমিশনের এ ঘোষণার পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে এবং প্রেসিডেন্ট আসাদের সমর্থনে শ্লোগান দেয়।
ইরান, রাশিয়া, ফিলিপাইন, বলিভিয়া, ভেনিজুয়েলা, তাজিকিস্তান, জিম্বাবুয়ে এবং উগান্ডাসহ বিশ্বের বহু দেশ থেকে আসা পর্যবেক্ষকরা সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন