সব বিমান ধ্বংস করতে চেয়েছিল সন্ত্রাসীরা
সব বিমান ধ্বংস করতে চেয়েছিল সন্ত্রাসীরা
সন্ত্রাসী হামলার পর করাচি বিমানবন্দরের অবস্থা
পাকিস্তানের করাচি বিমাবন্দরে হামলা চালিয়ে সেখানকার সব বিমান ধ্বংস সকরতে চেয়েছিল সন্ত্রাসীরা। এমন রিপোর্ট তুলে ধরা হয়েছে পাক প্রধামন্ত্রী নওয়াজ শরীফের কাছে।
রিপোর্টে বলা হয়েছে, সন্ত্রাসীরা দুটি জায়গা দিয়ে বিমানবন্দরে ঢোকে। হামলার জন্য এরইমধ্যে নিষিদ্ধঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি দায় স্বীকার করেছে।
এদিকে, করাচি বিমানবন্দরে যাত্রী চলাচল ও বিমান ওঠানামার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিমান চলাচল বিষয়ক বিশেষ সহকারী সুজ্জাত আজিম বলেছিলেন, বেলা ৪টার দিকে বিমানবন্দরেরস্বাভাবিক কার্যক্রম শুরু হবে। দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দর খুলে দেয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে বিমাবন্দরে আটকে পড়া যাত্রীদের সব ধরনের সুবিধা দেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
গতকালের হামলায় করাচি বিমানবন্দরের ১৫ থেকে ২০টি ফ্লাইট বাধাগ্রস্ত হয়েছে। এগুলো আজ সন্ধ্যার মধ্যে রিশিডউল করা হবে। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, গতকালের হামলায় মারা গেছে ২৮ জন। এর মধ্যে ১২ জন সন্ত্রাসী রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন