পোরোশেঙ্কো: ইউক্রেন রাশিয়ার সঙ্গে কোনো আপোষ করবে না
পোরোশেঙ্কো: ইউক্রেন রাশিয়ার সঙ্গে কোনো আপোষ করবে না
ইউক্রেনের নয়া প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বলেছেন, ইউরোপঘেষা নীতি ও ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে কোনো আপোষ করা হবে না। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর তিনি আজ (শনিবার) এ কথা বলেছেন।
তিনি বলেন, ক্রিমিয়া অঞ্চলটি ইউক্রেনেরই অংশ এবং ভবিষ্যতেও ইউক্রেনের অংশ হিসেবেই থাকবে। এ বিষয়টি তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও অবহিত করেছেন বলে তিনি দাবি করেন। ইউক্রেনের নয়া প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো গতকাল ফ্রান্সে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।
গত ১৬ মার্চ এক গণভোটের মধ্যদিয়ে ক্রিমিয়া অঞ্চলটি ইউক্রেন থেকে আলাদা হয়ে যায় এবং রুশ ফেডারেশনে যোগ দেয়। ইউক্রেনের নয়া প্রেসিডেন্ট দেশটির সংসদকে বলেছেন, তিনি সংঘাতপীড়িত পূর্বাঞ্চলের অধিবাসীদের সঙ্গেও আলোচনা করবেন। যারা রক্ত ঝরায়নি তাদেরকে ক্ষমা করে দেয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
ইউক্রেনের পূর্বাঞ্চলে এখনও রুশপন্থী গেরিলাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। সংঘর্ষে প্রায় প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে। গত নভেম্বরে ইউক্রেনের নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে অস্থিরতা ও সহিংসতা শুরু হয়।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন