ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান বন্ধ করুন: পুতিন
ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান বন্ধ করুন: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান বন্ধ করার জন্য কিয়েভ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইউক্রেন সরকার ও রুশপন্থিদের মধ্যে সংলাপ অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেছেন।
গতকাল (শুক্রবার) ফ্রান্সের নরম্যান্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। পুতিন বলেন, “আমি মনে করি ইউক্রেন কর্তৃপক্ষের উচিত জ্ঞানবুদ্ধি ও সদিচ্ছার নিদর্শন দেখানো। এই সামরিক অভিযান শিগগিরি বন্ধ করা দরকার, দেরি না করে যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত।”
পুতিন সুস্পষ্ট করে বলেন, পূর্ব ইউক্রেনে বসে কিয়েভ কর্তৃপক্ষ ও রুশপন্থিদের মধ্যে আলোচনা হওয়া জরুরি। যেহেতু রাশিয়া এ দ্বন্দ্বের কোনো পক্ষ নয় সে কারণে মস্কোকে ইউক্রেনের সঙ্গে আলোচনার পক্ষ বানানো জরুরি নয় বলেও তিনি মন্তব্য করেন। শিগগিরি রক্তপাত বন্ধ হওয়া দরকার বলে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো যে মত ব্যক্ত করেছেন তার প্রতিও সমর্থন দেন পুতিন।
নতুন কমেন্ট যুক্ত করুন