রাশিয়ার প্রস্তাব: ইউক্রেনে যুদ্ধ বিরতি
রাশিয়ার প্রস্তাব: ইউক্রেনে যুদ্ধ বিরতি
ইউক্রেনে সামরিক অভিযান
সহিংসতা কবলিত ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছে রাশিয়া। এ প্রস্তাবে শিগগিরি যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সাহায্য পাঠানের জন্য নিরাপদ করিডোর প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। এ করিডোর দিয়ে বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ দেয়ার কথা বলছে রাশিয়া।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব নেয়ার পরপরই এ প্রস্তাব তুলল রাশিয়া। চলতি জুন মাসে রাশিয়া নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালন করবে মস্কো।
যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া বলেছে, মস্কো আর কিছুই চায় না শুধু ইউক্রেন সরকার ও রুশপন্থিদের মধ্যকার সংঘর্ষ বন্ধ চায়।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এ প্রস্তাবের সমালোচনা করে বলেছে, ইউক্রেনে রুশপন্থিদের হামলা ঠেকাতে মস্কো কিছুই করছে না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন