সহিংসতা ও সিরিজ বোমা হামলায় ইরাক জুড়ে নিহত অন্তত ৬০
সহিংসতা ও সিরিজ বোমা হামলায় ইরাক জুড়ে নিহত অন্তত ৬০
ইরাকে সহিংসতা
ইরাকজুড়ে সর্বশেষ সহিংসতা ও সিরিজ বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে।
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে গতকাল (বুধবার) দু টি গাড়ি বোমা হামলায় প্রায় দুই ডজন মানুষ নিহত হয়। এর মধ্যে কয়েকজন সেনা ও হাসপাতালের কর্মচারি রয়েছে। এছাড়া, উত্তরাঞ্চলীয় শহর তুজ খুরমাতু শহরে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে এবং তাতে মোট পাঁচজন নিহত হয়। এর মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছে।
রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত কাদিমিয়া এলাকায় অন্য এক বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। এছাড়া, ইরাকের আরো কয়েকটি স্থানে বিস্ফোরণে বেশ কয়েকজন মানুষ নিহত হয়।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবার ইরাকে ব্যাপক মাত্রায় সহিংসতা চলছে। সরকারি হিসাবে দেখা যায়- গত এপ্রিল মাসে ইরাকজুড়ে বোমা ও সন্ত্রাসীদের চোরাগোপ্তা হামলায় ১,০০০ বেসামরিক ব্যক্তি নিহত এবং অন্তত ১,৪০০ মানুষ আহত হয়েছে। এছাড়া, জাতিসংঘের হিসাব অনুযায়ী- ২০১৩ সালে ইরাকে সহিংসতায় মারা গেছে ৯,০০০ মানুষ। ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি কয়েকবার বলেছেন, তার দেশের এসব সহিংসতার পেছনে সৌদি আরবের হাত রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন