কিয়েভ ও মস্কো ইউক্রেনের চলমান সংকটের জন্য পরস্পরকে দুষল
কিয়েভ ও মস্কো ইউক্রেনের চলমান সংকটের জন্য পরস্পরকে দুষল
আরসেনি ইয়াতসেনিয়ুক-সের্গেই ল্যাভরভ
ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক তার দেশে ‘সন্ত্রাসীদের’ অনুপ্রবেশ ঠেকাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া ‘হস্তক্ষেপ’ করা বন্ধ করলে চলমান সংকট নিমিষেই মিটিয়ে ফেলতে পারবে কিয়েভ।
তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনের সরকারের ভ্রান্ত নীতির কারণে দেশটি ‘ভ্রাতৃঘাতী যুদ্ধের’ দিকে এগিয়ে যাচ্ছে।
চলতি সপ্তাহের গোড়ার দিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশপন্থি অস্ত্রধারীদের একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। অস্ত্রধারীরা বলেছেন, সোমবার কিয়েভ-পন্থী বাহিনীর হাতে থেকে দোনেতস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ গ্রহণের যুদ্ধে তারা প্রায় ১০০ যোদ্ধা হারিয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিমানবন্দরটি বর্তমানে পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবারও দোনেতস্ক শহরে বন্দুকযুদ্ধের শব্দ শোনা গেছে। এ ছাড়া, পূর্বাঞ্চলীয় অন্য শহর লুহানস্কের একটি সেনা ঘাঁটিতে রুশপন্থিদের হামলার ফলে সৃষ্ট সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েকজন নিহত হয়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী বুধবার জার্মানি সফরে গিয়ে দাবি করেছেন, রাশিয়ার হস্তক্ষেপের কারণে তার দেশের পূর্বাঞ্চলের সংকটের সমাধান করা যাচ্ছে না। ইয়াতসেনিয়ুক দাবি করেন, সমরাস্ত্র ও রাশিয়ায় প্রশিক্ষিত গেরিলা নিয়ে বহু ট্রাক ইউক্রেনে অনুপ্রবেশ করেছে। তিনি সীমান্ত বন্ধ করে দেয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন