প্রেসিডেন্ট মাদুরো: রাশিয়াকে ঘিরে ফেলতে চাইছে আমেরিকা
প্রেসিডেন্ট মাদুরো: রাশিয়াকে ঘিরে ফেলতে চাইছে আমেরিকা
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, রাশিয়াকে ঘিরে ফেলতে চাইছে আমেরিকা। ইউক্রেন ইস্যুতে আমেরিকার সাম্প্রতিক নীতি থেকে এটা পরিষ্কার হয়েছে বলে দাবি করেন মাদুরো।
তিনি বলেন, “পশ্চিমারা সবসময় রাশিয়াকে বেধে রাখতে চায়। দেশটিকে ঘিরে ফেলার পরিকল্পনা রয়েছে তাদের। তারা রাশিয়ার হাত-পা বেধে ফেলার চিন্তা করছে।” এক টেলিভিশন শো-তে এসব কথা বলেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট।
মাদুরো জোর দিয়ে বলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার গ্যাস সরবরাহ ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে চায় আমেরিকা।
ইউক্রেন থেকে হাত গুটিয়ে আনতে ইউরোপ ও আমেরিকার প্রতি আহ্বান জানান মাদুরো। তিনি বলেন, পশ্চিমাদের হস্তক্ষেপ বন্ধ হওয়া এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠায় ইউক্রেনকেই কাজ করতে দেয়া উচিত।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন