হামিদ কারজাই সেনা প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানালেন
হামিদ কারজাই সেনা প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানালেন
হামিদ কারজাই- বারাক ওবামা (ফাইল ছবি)
২০১৬ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের যে ঘোষণা ওয়াশিংটন দিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশের সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণার একদিন পর বুধবার কারজাই বলেছেন, আফগান জনগণ তাদের দেশে বিদেশি সেনা দেখতে চায় না।
গত ২৭ মে ওবামা বলেন, ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা বর্তমানের ৩২,০০০ থেকে ৯,৮০০তে নামিয়ে আনা হবে। তিনি জানান, ২০১৫ সালের শেষ নাগাদ ওই সংখ্যাকে অর্ধেক করা হবে এবং ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।
ওবামার এ ঘোষণার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট কারজাই বুধবার কাবুলে এক বিবৃতিতে বলেন, “মার্কিন সেনা উপস্থিতির অবসান ও আফগান বাহিনীর মাধ্যমে দেশের নিরাপত্তা রক্ষা করা আফগানিস্তানের প্রেসিডেন্ট, সরকার ও জনগণের একটি প্রধান দাবি।”
তিনি একইসঙ্গে তালেবান জঙ্গিদের উদ্দেশ করে বলেন, তারা যেহেতু বিদেশি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল কাজেই মার্কিন সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে তাদের উচিত হবে অস্ত্র সমর্পন করে যুদ্ধ বন্ধ করা। অবশ্য তালেবানরা মার্কিন সেনা প্রত্যাহারের জন্য আরো প্রায় আড়াই বছর সময় নেয়ার নিন্দা জানিয়ে এখনই সব বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন