বাশার জাফারি: সন্ত্রাস সমর্থকদের জবাবদিহি করুন
বাশার জাফারি: সন্ত্রাস সমর্থকদের জবাবদিহি করুন
সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি
সন্ত্রাসবাদে যেসব দেশ মদদ দিচ্ছে তাদেরকে জবাবদিহির আওতায় আনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি। একইসঙ্গে সন্ত্রাস কমানোর জন্য সংস্থাকে তার সুনির্দিষ্ট দায়িত্ব পালনের কথাও বলেছেন তিনি।
গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধ বিষয়ক অধিবেশনে বক্তৃতা করার সময় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘের কোনো সদস্য দেশেরই সন্ত্রাসবাদকে কোনো রকমের মদদ কিংবা সমর্থন দেয়া উচিত হবে না। ২০০১ সালে কার্যকর হওয়া জাতিসংঘের ১৩৭৩ নম্বর ধারার কথাও তিনি তুলে ধরেন যেখানে সন্ত্রাসবাদে মদদ দেয়ার বিষয়ে সরাসরি বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বাশার জাফারি অভিযোগ করেন, সিরিয়ার অভ্যন্তরে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিভিন্ন কমিটিতে কয়েক ডজন চিঠি দিলেও তার সরকার এসব বিষয়ে কোনো জবাব পায় নি। তিনি জানান, সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের রাসায়নিক অস্ত্র ব্যবহার এবং আঞ্চলিক কিছু দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে চিঠি দিলেও কোনো জবাব পাওয়া যায় নি।
এদিকে, তিনি সিরিয়ার আল-ইখবারিয়া টেলিভিশনের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে কয়েকটি আরব ও পশ্চিমা দেশের তীব্র সমালোচনা করেন। এতে তিনি বলেছেন, সিরিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়ার পর থেকে এসব দেশে আগ্রাসী বিকার দেখা যাচ্ছে। এ বিষয়ে তিনি ফ্রান্সকে সরাসরি অভিযুক্ত করেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন