কারজাইয়ের সাক্ষাত পেলেন না ওবামা
কারজাইয়ের সাক্ষাত পেলেন না ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সাক্ষাত দেননি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তালেবানের হামলার ভয়ে পূর্ব ঘোষণা ছাড়াই আফগানিস্তান সফরে গিয়ে বাগরাম বিমান ঘাঁটিতে আফগান প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন ওবামা। কিন্তু কারজাই সে আহ্বানে সাড়া দেননি বলে আমেরিকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা আজ (রোববার) জানিয়েছেন।
মার্কিন কর্মকর্তা আরও বলেছেন, ভবিষ্যতে ওবামা ফোনে কারজাইয়ের সঙ্গে কথা বলবেন এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের পর নয়া প্রেসিডেন্টের সঙ্গে কাজ করবেন। হামিদ কারজাই বলেছেন, আমি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে বৈঠক করতে রাজি ছিলাম; বাগরাম বিমান ঘাঁটিতে নয়।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় কথিত নিরাপত্তা চুক্তি সই করতে অস্বীকার করার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপড়েন বেড়েছে। আমেরিকা যে চুক্তি করার জন্য আফগানিস্তানের ওপর চাপ দিচ্ছে, সেটি সই হলে ২০১৪ সালের পরও ওয়াশিংটন সেখানে সেনা মোতায়েন রাখতে পারবে। এর আগে কারজাই বলেছেন, চুক্তি সই করার জন্য ওয়াশিংটন তার ওপর চাপ দিয়ে যাচ্ছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন