মিশরে ইখওয়ানের বয়কট প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

মিশরে ইখওয়ানের বয়কট প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi ,সূরা মরিয়ম, হজরত মরিয়ম, হজরত ঈসা, সূরা মারিয়াম, কুরআন, সূরা, মক্কা, হযরত যাকারিয়া, হযরত মারিয়াম, হযরত ইসা, হযরত ইয়াহিয়া, হযরত ইব্রাহিম, হযরত ইসমায়িল, ইদ্রিস, মারিয়াম, এশা, রিযিক, আধ্যাতিকতা, ইমাম মাহদী, চোখের জ্যোতি, মুমিন, ইমাম সাদিক, ইমাম আলী, খোদা, তেলাওয়াত, আল্লাহ, নবী, রাসূল, হযরত মুসা, মুজিযা, রিসালাত, মু’মিন, কিয়ামত, মানুষ, জাহান্নাম, গোনাহ, গোনাহগার, আয়াত, নবুওয়াত, নামাজ, ইবাদত, ওহী, মাদায়েন, মিশর, হিজরত, সূরা ত্বোয়াহা, সূরা আম্বিয়া, আম্বিয়া, সূরা, ফেরেশতা, হযরত লুত, নূহ, হযরত দাউদ, সোলায়মান, ইয়াহইয়া, হযরত ইউনুস, যাকারিয়া, নবী, রাসূল, নেয়ামত, আল্লাহ, ফাতিহা, মক্কা, সূরা আল ফাতিহা,
ইখওয়ানুল মুসলিমিনের বয়কটের মধ্যদিয়ে আজ মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই দিন ধরে ভোটগ্রহণ চলবে। দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর এই প্রথম সেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মুরসিকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করেছিলেন সাবেক সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি। সেই সিসিই এখন প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় তার বিজয় প্রায় নিশ্চিত। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামপন্থী নেতা হামদিন সাবাহি। তার খুব একটা জনপ্রিয়তা নেই। মুরসি’র দল ইখওয়ানুল মুসলিমিনকে আগেই নিষিদ্ধ করা হয়েছে।

মিশরের প্রখ্যাত আলেম শেইখ ইউসুফ আল-কারদাভি বলেছেন, এই নির্বাচনে ভোট দেয়াটা বড় পাপ হিসেবে গণ্য হবে। কাতার ভিত্তিক এ আলেম বলেছেন, সিসি আল্লাহকে অমান্য করেছেন এবং তার বিজয় কেবলি ইহুদিবাদীদেরকে খুশি করবে। এছাড়া দেশটির ইখওয়ানুল মুসলিমিন নির্বাচনে অংশ না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছে, নির্বাচন আয়োজনের মাধ্যমে অপরাধীকে বৈধতা দেয়া যাবে না। এর মাধ্যমে দলটি আব্দেল ফাত্তাহ আল সিসি’র প্রতিই ইঙ্গিত করেছে।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন