সোমালির স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে হামলার জের ধরে পদত্যাগ করলেন
সোমালির স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে হামলার জের ধরে পদত্যাগ করলেন
বিস্ফোরণের পর সোমালিয়ার সংসদ ভবন এলাকা
সোমালিয়ার জাতীয় সংসদে সন্ত্রাসী হামলার জের ধরে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আবদি কারিম হুসেন গুলেদ। গতকাল (শনিবার) সংসদে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পদত্যাগ করেন।
সংসদ ভবনে গেরিলা গোষ্ঠী আশ-শাবাবের গাড়ি বোমা হামলায় ১০ জন নিহত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আবদি কারিমের বিরুদ্ধে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এছাড়া, গত কয়েক মাস ধরে সোমালিয়ায় সন্ত্রাসী হামলা বেড়ে চলেছে বলেও বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। উঁচু পর্যায়ের নিরাপত্তা সম্বলিত প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরেও শাবাব গেরিলারা হামলা চালিয়েছে।
পদত্যাগের পর আবদি কারিম বলেন, “আপনারা জানেন যে, সহিংস সন্ত্রাসীরা জাতীয় সংসদ ভবনে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। আমি হতাহতদের পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমি পদত্যাগেরও ঘোষণা দিচ্ছি।”
গতকালের হামলায় নিহতদের সংখ্যা নিয়ে সরকার কোনো বিবৃতি দেয় নি তবে পুলিশ বলেছে আট হামলাকারী নিহত হয়েছে। অন্যদিকে, ফরাসি বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিক জানিয়েছেন, তিনি নিরাপত্তা বাহিনীর চার সদস্যের মৃতদেহ দেখেছেন। হামলায় চার এমপি আহত হয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন