ইউক্রেনে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন
ইউক্রেনে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন
কিয়েভের একটি আসনে সস্ত্রীক ভোট দেন প্রেসিডেন্ট প্রার্থী পেত্রো পোরোশেঙ্কো
গত কয়েকমাস ধরে সংকটে জর্জরিত ইউক্রেনে আজ (রোববার) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশটির পাশ্চাত্যপন্থী অন্তর্বর্তী সরকার এ নির্বাচনের আয়োজন করলেও পূর্বাঞ্চলের জনগণ এ ভোট বয়কট করেছে।
মার্কিন সরকার ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি সমর্থন ঘোষণা করে বলেছে, দেশটিকে চলমান সংকট থেকে বের করে আনার ক্ষেত্রে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কিন্তু রাশিয়া এ নির্বাচন স্থগিত রাখার আহ্বান জানিয়ে বলেছে, দেশে স্থিতিশীলতা ফিরে না আসা পর্যন্ত ইউক্রেনে নির্বাচন করা ঠিক হবে না। এ ছাড়া, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের জনগণ এ নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। কিছুদিন আগে স্বাধীনতাকামীদের পক্ষ থেকে অনুষ্ঠিত গণভোটে বেশিরভাগ মানুষ ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।
ব্যাপক রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে নিবন্ধিত ভোটার রয়েছেন তিন কোটি ৩০ লাখ।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন