সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ
সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ
সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে থাই নাগরিকদের বিক্ষোভ
থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির জনগণ। রাজধানী ব্যাংককে আজ এ বিক্ষোভ হয়। প্রথমে কারফিউ জারি এবং পরে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর এই প্রথম তা উপেক্ষা করে ব্যাংককে বিক্ষোভ হলো।
কেয়ারটেকার সরকার উৎখাত এবং সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর দেশটির জনগণের মধ্যে যে অভ্যুত্থান-বিরোধী মনোভাব তীব্র হচ্ছে আজকের বিক্ষোভের মধ্যদিয়ে তা স্পষ্ট হলো। একইসঙ্গে আজকের বিক্ষোভকে সেনাবাহিনীর জন্য প্রকাশ্য চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
আজকের বিক্ষোভের সময় সেনা সদস্যদের সঙ্গে মারামারির ঘটনায় দুই বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সামরিক অভ্যুত্থানের পর থাইল্যান্ডে সব ধরনের সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল থাই সেনাবাহিনী সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাসহ বেশ কয়েকজন রাজনীতিককে আটক করে অজ্ঞাত স্থানে রেখেছে। তারা বলছে, এসব নেতাকে ‘ভেবে দেখার সময় দিতেই’ তারা এক সপ্তাহের জন্য আটক করেছে। তবে, বিশেষজ্ঞরা বলছেন, সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য যাতে নেতারা তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন সে জন্যই তাদেরকে আটক করা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন