থাইল্যান্ডের সেনাবাহিনী অবশেষে ক্ষমতা দখল করল
থাইল্যান্ডের সেনাবাহিনী অবশেষে ক্ষমতা দখল করল
থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থান হয়েছে। আজ (বৃহস্পতিবার) দেশটির সেনা প্রধান জেনারেল প্রায়োত ছান-উ-ছা দেশটির ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছেন। দেশটিতে চলমান রাজনৈতিক সংকটের সুযোগে সেনাবাহিনী এ অভ্যুত্থান ঘটালো। টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনী ভূমিকা রাখবে।
রাজধানী ব্যাংককসহ দেশের বিভিন্ন অংশে সহিংসতায় নিরপরাধ মানুষের প্রাণহানির পাশাপাশি সহিংসতা ছড়িয়ে পড়তে থাকায় সশস্ত্র বাহিনী ক্ষমতা তাদের হাতে তুলে নিয়েছে বলে দাবি করেন প্রায়োত ছান-উ-ছা। দেশ পরিচালনায় সেনাবাহিনী, বিমান বাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি জাতীয় শান্তি রক্ষা কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
সেনা অভ্যুত্থানের ঘোষণা দেয়ার আগে দেশটির দুই প্রধান দলের নেতাদেরকে একটি কেন্দ্রে সমবেত করা হয়। এরপর সেখানে সেনা প্রধান রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেন। রাজনৈতিক নেতাদেরকে সেখান থেকে আটক রাখা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সেনা প্রধান দেশের জনগণকে শান্ত থাকার এবং সরকারি কমকর্তা-কর্মচারীদেরকে নিজ নিজ দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন